হাতটি ধরার ইচ্ছে ছিলো আপন হয়ে তোর!
চলতে চলতে চলার পথে মেলাব এক জোড়।
ইচ্ছে গুলো হয়নি ইচ্ছে হয়ে গেছে মিছে,
এই পৃথিবীর পৃষ্ঠা খুলে দেখছি অভিরাম,
দেখে দেখে বুকের মধ্যে লিখছি যরই নাম
মাঝ খানে এ আসা যাওয়ার কি ছিলো সেই পিছে
তোরে ছাড়া স্বপ্ন চোখে জাগেনি আর খেয়াল,
ভেঙে চুরে চূর্ণ হলো চূর্ণ মনের দেয়াল
আবার কি আর আপন হতে পারব কি তোর
মুছে দিয়ে মান অভিমান মুছতে পারব ঘোর
মারছি না আর ইচ্ছে গুলো ব্যথা ভরা বিষে।