এই পতাকা বলছে আমায় আমি শহীদ থেকে এসেছি,
মুক্ত হয়ে বহুদিন পর এ বাংলাতে ভেসেছি
উড়ি আমি ,উড়ি নির্ভয় এমন মুক্ত বাতাসে
কোটি মনের ভেতর আমার ঐ আগামী হাসে।
যে পরিচয় সমগ্র আজ বিশ্ব দুয়ার মাখল,
ষোলো কোটির চিহ্ন আমি তখন আমায় আঁকল
লাল সবুজের শরীর আমার বিশ্ব দোরে ভাসে।
আজ হয়েছে লক্ষ প্রাণে থেকে আমার চেনা
মুক্তের আমি ,আমি মুক্তির আমায় রক্ত দিয়ে কেনা
আমি বাংলার ঐ সীমান্ত সব মানুষের ছবি
মাঠের ঘাটে নদী, পাহাড় চিরন্তন ঐ রবি।
গর্ব মুখের পরিচয় যে উড়িয়ে বাতাসে।