এ্ই দেশ আমার পাখির গানে সকাল আনে
নদী ছলছল রোদ জ্বলমল ঢেউয়ে জাগে
এদেশ আমার এমন করে কাছে টানে


দূর দিগন্তে চোখ খুলেছে মন আনন্দে
কেউ কি  খুঁজে পেয়েছে সেই ফসলে গন্ধে
যতদূর যাও মনে পড়বে পিছুটানে
গান দিয়ে যায় সুরলা সুর আমার কানে।


এদেশ আমার শিশির ছোঁয়া সকাল আনে
সবুজ ঘাসের শিশির মেখে পাতার কাছে
এদেশ আমার ধানের গন্ধে বিকাল থামে
তারার জ্বলন রাতভর চাঁদে নিঝুম নামে।
রসের মিঠাই শীতের দিনে গাছির পানে
এই দেশ আমার কত মধুর কেউ কি  জানে?