দুঃখ আমার পিছ ছাড়ে না
সুখ যে আমার পর,
এরি সাথে জনম জনম
কাটিয়ে দিছি ঘর।


মেঘের ভাঁজে আলোর ছোঁয়া
খুঁজি দিনে দিনে,
তবু আমায় এই আঁধারে
বিনা পয়সায় কিনে।
এমন করে কাটবে কি ভাই
সারা জীবন ভর।


বাঁধন হারা পাখি ডানা
উড়ে বেড়ায় প্রান্ত,
আকাশ কি আর খবর জানে
পাখি কত ক্লান্ত।


পাখির মত সুখের আশায়
দুঃখ থাকে ভরা,
অথচ এমন বৃষ্টি বাদল
আমার কাছে খরা।
খর কুটাতে বাসা আমার
যেনো বালুর চর।