দেখেছি বাংলা, বাংলার মুখ যেভাবে আপন করে,
সেই আপনের নমুনা আমার মায়ের কথায় ধরে।
তাইতো)-আমি বার বার ফিরে বাংলায়
আসি বাংলার ঘরে।।
জনম সুধাতে এই বাংলাকে স্নেহের ভেতরে গাঁথি
স্বর্গের মত সারাক্ষণ লয়ে নিজের ভিতরে মাতি।
মেতেছি যখন প্রকৃতির সুর আঁকড়ে আঁকড়ে ধরে
তাইতো)-আমি বার বার ফিরে বাংলায়
আসি বাংলার ঘরে।।
ঐ মেঘনার পদ্মা যমুনা দুই তীরে গলাগলি,
সেই মাঠ ধরে এঁকে বেঁকে যায় ছড়িয়ে ছিটিয়ে চলি।
দেখেছি পাখির ফুলের গন্ধে দূর থেকে করে টান,
এই প্রকৃতিতে ডুবতে আমার মন করে আনচান।
বারবার খুঁজে বারবার দেখি সৌম্য ছড়িয়ে পড়ে,
তাইতো)-আমি বার বার ফিরে বাংলায়
আসি বাংলার ঘরে।।