নদী গেয়ে যায়, পদ্মা-মেঘনা, ফুলেরা যখন হাসে,
সোনালি মাঠের কৃষকের সাথে হাওয়াতে দুধার ভাসে।
আমার হাজার কথা আছে।
ছন্দ তুলেছে জল তরঙ্গ, সাথে আকাশের খেলা,
বাতাসের বুকে বেজেছে রাগিণী, প্রাণ আজ খোলা মেলা।
আমার বাংলা দেশের কাছে।।
সেই নদী থেকে সবুজে আমার স্বপ্ন চলেছে দূরে?
ধানের সুবাসে ভরেছে যে মাঠ, দেখেই হৃদয় জুড়ে।
মাঠ ঘাট একি হৃদয়ের পাশে।
স্বর্গ কোথায় কোথায় রজনী সবুজে দিয়েছে দোলা?
জীবন গড়ার এই অনুরাগে মন যেখানে উতলা।
ডেকে নিয়ে যায় শুধু একরাশে।
নদী গেয়ে যায়, জল তরঙ্গ, মিশে যায় মনে মনে,
সোনালি আলোয় স্বপ্নেরা জাগে, রাঙায় এ অঙ্গনে।
আমি দেখে যাই জনমের পাশে।