নদী জলে মোহনাতে ছয় ঋতু যায় ভেসে,
গ্রীষ্ম বর্ষা হেমন্তকে, শীত বসন্তের বেশে,
সেই স্রোতে স্রোতে ভেসে চলে এই বাংলাদেশে।
দূরেল আকাশ খেলছে আপন খেলায় প্রক্ত
ক্ষণে ক্ষণে রুপ টানে হয়না কিছু বিভক্ত।
ঘোমটা পড়া আকাশে, ঘোমটা পরলে শেষে।।
বসন্ত ফিরলে ঘরে, কুকিলে ও গান গায়
মনেহয় স্বর্গ এলো, সবুজেও প্রাণ পায়
হেমন্ত ফিরলে মাঠে ,ফুলে ফুলে মাঠ ভরা
ফসলের শস্যে হাসি, ছুঁয়েছে সকল ঝরা,
শীতে এলেও শিশিরে, জলকনা যায় হেসে।।