ভালোবাসা সীমাহীন
এ জীবন সীমাহীন নয় তো,
যেটুকু সময় পাবো
শুধু ভালোবেসে যাবো
ভালোবেসে মরে যাবো
হয়তো।।
মেঘ হয়ে ছিলে তুমি
হয়ে গেলে বৃষ্টি,
চোখে চোখ রেখে কেন
ভিজে গেল দৃষ্টি,
তোমারই জন্য জন্ম যে আমার
নেই বুকে
হারাবার ভয় তো।।
গান হয়ে আছো তুমি
হয়ে আছো সুর যে,
মনে হয় তবু যেন
তুমি কতো দূর যে,
সুখেরই স্বপ্ন ভেঙ্গে যায় যদি
সব ব্যথা
করে নেবো জয় তো।।
কথা: মুনশী ওয়াদুদ
সুর: আলী আকরাম শুভ
শিল্পী: মনির খান ও ন্যান্সি
ছায়াছবি: ভালোবাসা সীমাহীন
পরিচালক: শাহ আলম মণ্ডল