তোমার নয়নে স্বপ্ন কুড়াতে এসে
আমার এ মন ডুবে গেছে হায়
বেদনার স্রোতে ভেসে ।।
আহত পাখির পালকের মতো
স্মৃতিগুলো কেন ভাসে অবিরত
ভুলে যাবো ভেবে অন্ধ আবেগে
যাই আরো ভালোবেসে ।।
তৃষিত হৃদয়ে বাসনার দ্বীপ
স্মৃতি ভরে যেন আঁকে মায়া দ্বীপ
তাই অনুভূতি অশ্রু লুকায়ে
অনুরাগে যায় হেসে ।।