তোমার এই নীল নীল চোখ
তোমার এই লাল লাল ঠোঁট
দেখে মরেছি প্রেমে পড়েছি
গোলাপী গালে টোল
আমায় করেছে পাগল ।।
রাঙা পায়ে রুম ঝুম ঝুম
হাতের কাঁকন ঝুম ঝুম
রূপের ঝলক দিয়ে আমার
কেড়ে নিলে ঘুম
এলো চুলে ঢেউ তোলে
যেন মেঘেরই আঁচল ।।
ঝুমকো লতায় ঝুন ঝুন
কণ্ঠে তোমার গুনগুন
আগুন ঝরা অঙ্গ দেখে
হয়ে গেছি খুন
ভীরু লাজে বউ সেজে
মেখে প্রেমেরই কাজল ।।