পিরিতির লাগি এমনো বিবাগী
পিরিতি সপেছে হিয়া
অন্তরে অন্তরে এ ছিলো আকুঁড়ে
পিরিতি গড়লো কি দিয়া ।।
ব্যাকুল পরাণে পিরিতি অনল
পিরিতি সাধন- হবে কি বিফল
পিরিতি নগর বাঁধিব যে ঘর
পরাণও বঁধুরে নিয়া ।।
জনমে জনমে মানব জনম
মরণ সমান জ্বলিছে ভীষম
মরিবো মরণে তৃষিত পরাণে
পিরিতি আমিও গিয়া ।।