ফুলেও তুমি ভুলেও তুমি
গানেও তুমি প্রাণেও তুমি
তুমি ছাড়া যেন আমি আর নেই তো আমি
তোমাতেই মিশে আছি এই তো আমি ।।
তুমি আছো জীবনের প্রতি বাঁকে
ভালোবেসে সারা দাও প্রতি ডাকে
হাসিতে তুমি বাঁশিতে তুমি
তোমারই বাঁধনে ধরা দেই তো আমি ।।
পৃথিবীতে যতো সুখ সবই দিলে
হাসি মুখে ব্যথাটুকু সবই নিলে
এ চোখে তুমি এ বুকে তুমি
মরণে তোমারই রবো সেই তো আমি ।।