পাখিরা নীড় ছাড়েনি
নীল আকাশে হয়নি ওদের ওড়া
রক্ত দিয়ে আঁকা ছবি
                  ছিল আকাশজোড়া
মুগ্ধ-সাঈদ হেসে হেসে
এ দেশটাকে ভালোবেসে
কী দারুণ দুঃসাহসে
                    প্রাণ দিয়েছে ওরা।।


ওদের বুকে স্বপ্ন ছিল নতুন বাংলাদেশের,
স্মৃতির মিনার হয়ে গেছে ওরা যেন যুদ্ধ শেষের,
স্বপ্নপূরণ হবেই ওদের
                   স্বাধীনতায় মোড়া।।


ওদের হাসি কান্না খুঁজি মায়ের স্নেহ-মায়ায়,
অবুঝ-সবুজ হয়ে রবে ওরা জেনো রৌদ্রছায়ায়,
ওদের জন্য হৃদয় হলো
            লাল গোলাপের তোড়া।।
---------------------------------------------
কথা: মুনশী ওয়াদুদ
সুর: মোঃ সাদেক আলী
শিল্পী: রাজিব