কে তুমি বলো মায়াবিনী
দেখে মনে হয় যেন চিনি চিনি
এই তুমি কি সেই তুমি
আমি প্রেম আমি প্রেম
প্রেম প্রেম শুধু প্রেম ।।
ঐ কাজল দুটি চোখ
কোথায় পেলে তুমি কোথায় পেলে
ঐ চেনা দুটি ঠোঁট
স্মৃতি হয়ে যেন কথা বলে
আমি প্রেমী আমি লাইলী
মজনু প্রেমে দিওয়ানী ।।
পাগল করা ঐ হাসি
কোথায় পেলে বলো কোথায় পেলে
জনম জনম এই তুমি
সাথী হয়ে যেন পাশে ছিলে
আমি শিরী আমি জুলি
অমর প্রেমের কাহিনী ।।