হৃদয়ের বন্ধনে এই দেশ
অমর প্রেমের অনুরাগ
এ আমার চির বাসনার
স্বপ্ন সোহাগ ।।
ফসলের ঘ্রাণ পাখির নীড়ে
কৃষ্ণচূড়ার আবীরে আবীরে
এ দেশ আমার অপরূপ এক
নকশী কাঁথার মাঠ ।।
বাউলের গান নদীর তীরে
জোছনা রাতের শিশিরে শিশিরে
এ দেশ আমার অনুপম এক
স্নিগ্ধ চাঁদের হাট ।।