হৃদয়ে বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশে
এই বাংলাদেশে ভালোবাসা
হয়না কখনো শেষ ।।


ফুল পাখি আর চাঁদের এ দেশ আমার জন্মভূমি
বুকে আমার সূর্য রাগে বাজে ঝুনঝুনি
এই ধানের শিষে মিশে আছে
সোনালি? আবেশ ।।
হৃদয়ে বাংলাদেশ....


জীবন মরন সবকিছুতে দেশের স্বপ্ন আাঁকা
স্বাধীনতার প্রত্যয়ে লাল আমার পতাকা
মাটির ঘ্রাণে জাগে প্রাণে
সুরের সে রেষ ।।
হৃদয়ে বাংলাদেশ....