গোলাপের পাপড়িতে দুটি হাত ভরে উঠবে
এ হৃদয় হৃদয় তো নয় গোলাপ বাগান
তুমি এই বাগানেই ফুল হয়ে ফুটবে ।।
তোমাকে ঘিরে আমার স্বপ্ন যতো
সাজাবো তোমায় আমি মনের মতো
এই পথে বয়ে যায় সুনীল সাগর
তুমি পেই সাগরেই নদী হয়ে ছুটবে ।।
যখনই তোমায় দেখি মুগ্ধ চোখে
হাজারো ফাগুন এসে জড়ায় বুকে
মন সে তো হয়ে যায় সুখের বাসর
তুমি সেই বাসরেই সাথী হয়ে জুটবে ।।