একটা জীবন একটাই মন
এ মনে আমার প্রিয়জন
ও তুমি শুধু একজন
ও ভুল বুঝে ভেঙো না এ মন ।।
এ বুকে তুমি আছো তুমি থাকবে
এই প্রেম তোমাকেই বেঁধে রাখবে
যতোই আসুক ঝড় কখনো হবো না পর
এক হয়ে থাকবো দু'জন ।।
এতো চাওয়া এতো পাওয়া স্বপ্ন এতো
এ জীবনে মিথ্যে হবে না সেতো
এ প্রেম অমর তাই তোমাকে ফেরাতে চাই
তুমি ছাড়া হবেই মরণ ।।