চোখের কান্না অশ্রু
আর মেঘের কান্না বৃষ্টি,
আমার কান্না তুমি
আহা কান্না কিযে মিষ্টি।।


শীতের কান্না সে তো
পাতা ঝরে যাওয়া,
খুশির কান্না জানি
হঠাৎ পরম পাওয়া,
হৃদয় কেঁদে উঠলে কেন
       ঝাপসা যে হয় দৃষ্টি।।


রাতের কান্না শুনি
নীরব অন্ধকারে,
সুরের কান্না বাজুক
ছিন্ন বীণার তারে,
গানের পাখির কান্না সেকি
    বুক ভাঙা ওই শিসটি।।
------------------------------------
কথা: মুনশী ওয়াদুদ
সুর: ইবনে রাজন
শিল্পী: সামিনা চৌধুরী