বিদ্যুৎ চমকালো আমার মনের আকাশে
তোলপাড় হয়ে গেলো তোমার বুকের নিশ্বাসে
তুমি রেখেছো হাত এই হাতে
শুধু আমায় ভালোবাসে
এই মনটা ভেজালো আহা বৃষ্টি যে এসে ।।


আঁধারে ভরা এই পৃথিবীতে
আলো তুমি জ্বেলেছো
এ হৃদয়ে আমার অনুরাগে
স্বপ্ন যে এঁকেছো
তুমি এসেছো তাই এই প্রাণে
যেন ফাগুন ওঠে হেসে ।।


লাজে রাঙা আমার দুটি চোখে
বাসর তুমি সাজালে
বুঝিনি এতো সুখ এ জীবনে
তুমি সেতো বোঝালে
তুমি চেয়েছো তাই এই আমি
যাবো নদীর মতো ভেসে ।।