আমরা খুশিতে গান গাই
হেসে খেলে দিন কেটে যায়
নাই রে দুঃখ নাই ।।


সমুন্দরে নাও ভাসাইয়া
আমরা মাছ ধরি
সুখে বসত করি
ঝড় তুফানে ভয় করি না
আমরা করি যে লড়াই ।।


স্বপ্নেরও জাল বুনি আমরা
রঙিন এই জালে
নাচি ঢেউয়েরও তালে
উজান ভাটির দোলায় হায়রে
আমরা দুলি যে সদাই ।।


ঘুমের ঘোরেও হাত ছানি দেয়
দুই হাত বাড়াইয়া
এই না গহিন দরিয়া
চিরদিনের সাথী হায়রে
আমরা আপন সবাই ।।