আজ গুচ্ছ গুচ্ছ কৃষ্ণচূড়া
রোদের রঙে রং মিলিয়ে ফুটেছে ওই
সবুজ বনে পাতার বাঁশি
প্রাণের সুরে বেজে উঠেছে ওই ।
ও আমার দেশ, বাংলাদেশ ।।


এ মাটি আমার এ কথা বলার
অধিকার তুমি দিয়েছো
সুখে দুখে আমায় বুকে
আপন করে নিয়েছো
আমি কি করে তোমার এতো অনুরাগ
ছোট্ট এ বুকে বই ।।


পেয়েছি তোমায় প্রাণেরই ছায়ায়
চেতনায় তুমি জড়ানো
মুখে মুখে তোমারই নাম
খুশিতে বুক ভরানো
তুমি শ্যামল শ্যামল নীল নীলিমায়
মুগ্ধ যে হয়ে রই ।।