আজ দেখা হলেও ভয়
কতটা তাড়াতাড়ি দৃষ্টির বাইরে
সরে যেতে পারি
সেই লুকোচুরি শুরু হয় ।।


আমিও চাইনা কথা সে বলুক
তার সুখেরও সংসারে আগুন জ্বলুক
দু'চোখে আমার কান্না হাসার মতো
কষ্ট হলোই নাহয় ।।


কে জানে হয়তো আমারই মতন
তার দু'চোখের অশ্রু করে সে গোপন
তবে কি আমার অনুমান মিথ্যে
আদোও সে সুখী নয় ।।