প্রেমের মরা জলে ডুবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত,
মরলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।।


প্রেম কইরাছে আইয়ুব নবী
যার প্রেমে রহিমা বিবি গো-
তারে আঠারো সাল কিরায় খাইলো
তবু তো প্রেম ছাড়ল না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।।


প্রেম কইরাছে ইউসুফ নবী
যার প্রেমে জুলেখা বিবি গো-
ও সে প্রেমের দায়ে জেল খাটিল
তবু তো প্রেম ছাড়ল না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।।


প্রেম কইরাছে মুসা নবী
তার প্রেমে দুনিয়ার খুবি গো-
ওরে পাহাড় জ্বলে সুরমা হইলো
তবুও মুসা জ্বললো না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।।


চণ্ডীদাস আর রজকিনী
তারাই প্রেমের শিরোমণি গো-
তারা একমরণে দুইজন মরে
অমন মরে কয়জনা দরদী
প্রেমের মরা জলে ডুবে না।।