গুন গুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়
সেই গানের টানে ফুলের বনে ফুলের মধু উছলায় ।।
ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন
চাইয়া থাকি তখন আমার কেমন করে মন ।
ফুল যদি হইতাম আমি গাছের ডালায়,
তখন, নীল ভ্রমরা হইয়া বন্ধু
উইড়া বইতো আমার গায় ।।
আমায় ফুল করিতে ভুল কইরাছে সৃষ্টি বিধাতায়
নইলে কী আর সোনার যৌবন ভাটা পইড়া যায় ।
পাইতাম যদি প্রান বন্ধুরে ঘুম পাড়াইতাম ফুল শয্যায়,
আমার জীবন যৌবন বিছাইতাম
বন্ধুর দুইটি রাঙ্গা পায়, রাঙ্গা পায় ।।