আল্লা নাম করো রে স্বরণ, পাগল মন আল্লা নাম করো রে স্বরণ।।
এই জীবনের শেষ হইবে আসবে রে মরণ।।


কত সুন্দর এই পৃথিবী,
তোমার সেবায় সৃষ্টি সবি,
আরাম আয়েস করলে খুবি- শুনলে না বারণ।।


একদিন মহা প্রলয় হবে,
কিছুই আর থাকবে না ভবে,
সেদিন তোমার বিচার হবে- সব করিবে হরোণ।।


এই দুনিয়ায় কয় দিন রবে,
এক দিন চলে যাবে,
শাহীনে দোযগী হবে- শুধুই পাপের কারণ।।