পাপী পাপী মহা পাপী আমার মত আর হয় না।।
আমারে কি ক্ষমা করা যায় না মাওলা আমারে কি ক্ষমা করা যায় না।।
দু হাত তুলে সেজদায় পরে,
কাঁদছি কত বছর ধরে,
মুক্তি পাবার তরে..২ - করছি রাসূল নামের বায়না।।
শুনছি তুমি রাহমানির রহিম,
তোমার দয়া অতি অসীম,
তুমি তো গফুরুররহীম..২- তোমার কাছে এ কোন দায় না।।