জইলা পুইরা ছাই হইয়া যায় ডোঙ্গা।
বিয়া কইরা শাহীন হইলো গঙ্গা।।
বিয়ার আগে ছিল কদর,
সকালে করিত আদর,
ইজ্জতের ছিলো চাদর…
এখন হইছি বাদাম ঠোঙ্গা।।
বউয়ে কয় বড় বলদ,
বাপ মায়ে কয় কর্ম গলদ,
ভাই বোনে দেয় না ইজ্জত…
মেজাজ করে চাঙ্গা।।
দোষ না করে ও ফির দোষি,
মন্দ দেখে পারা পর্শি,
অপবাদ দেয় যার যা খুশি…
যেন কমর ভাঙ্গা।।
জীবন টা হইলো বরবাদ,
বুজতে গিয়ে বিয়ের ও স্বাদ,
শাহীনে কয় কি অপরাধ…
হাত করিলে রাঙ্গা।।