চিনলাম না রে মানুষ আমি বুঝলাম না রে মন,।।
নষ্ট করলাম সুন্দর জীবন আমি নষ্ট করলাম সুন্দর জীবন।।


নিজের দোষে হইলাম দোষী,,
কি বলিবে পাড়াপড়শি,,
সবাই কাঁদলেও আমি হাসি....
কি করিব এখন।।


আমি মরলাম তোমারে মারলাম,
সুখ পাইলাম না গৃহ ছাড়লাম,
ভুল করিয়া ভুল পথ ধরলাম....
বিফলে গেল সাধন।।