মোগো বরিশালে যাইতে আমনেগো দাওয়াত…৩,
পুহরের জেতা মাছ খাওয়ামু বালাম চাউলের ভাত রে বালাম চাউলের ভাত।।


গুনাই বিবির কেরছা হুনামু উডানে বইয়া রাইতে
গাছের কাঁচা সুপারি পান ডালায় দিমু খাইতে
নুন দিয়া আমরা খাইবেন পাইবেন বেম‍্যেলা স্বাদ।।


কুয়াকাটার সাগর দ‍্যাকপেন, দ‍্যাকপেনরে ধানসিঁড়ি
দুর্গাসাগর দীঘি দ‍্যাকপেন শেরে বাংলার বাড়ি
গুইটটা মরজিদে নামাজ পড়বেন দুই রেকাত।।