=
আমার মনে'র কথা-
মনে'ই থাকে,
মুখে আসে-না !


ভালোবাসা'র মানুষ- খুঁজি,
সে-তো মেলে-না !


যার জন্যে- এই মন কান্দে,
সে-তো বোঝে-না !


উল্টো-গতি'র সাম্পানে-তে,
আমার তরী- ভাসে-না !!  
=
ম. প্র. (০১-০৩-২০১৯)
=