=
ভালোবাসা তার সাথে নাই-রে, নাই-রে
যদি থাকতো-
তবে- এমন করে কেনো, সে- ভূলে থাকতো, ভূলে থাকতো ।
কিছু'ই কী- মনে নেই, তার- আমার কথা, আমার কথা ?
এ কেমন আজব কথা- কিছু'ই মনে নেই, তার- আমার কথা, আমার কথা ।


অথচ- এমন সময় ছিলো, আমি'ই ছিলাম তার- সারা-দিন, সারা-বেলা
আজ কী- হলো, এমন তার- ভূলে গিয়ে করেছে- ছারখার,
ভীষণ ছারখার, ভীষণ ছারখার ।


ভালোবাসা তার সাথে নাই-রে, নাই-রে
যদি থাকতো-
তবে- এমন করে কেনো, সে- ভূলে থাকতো, ভূলে থাকতো ।
সূর্য-টা ডুবে গেলে, চন্দ্র-টা আলো ধরে রাখে
তুমি ভূলে গেলেও আমায়
আমার তোমাকে ভূলতে বেদনা-বিধুর লাগে, বেদনা-বিধুর লাগে
ভূলে গিয়ে যদি- ভালো থাকো,
তবে- তাই হোক প্রিয়, আমার প্রিয়, আমার প্রিয় ।


ভালোবাসা তার সাথে নাই-রে, নাই-রে
যদি থাকতো-
তবে- এমন করে কেনো, সে ভূলে থাকতো, ভূলে থাকতো ।।
=
ম. প্র. (০৬-১২-২০১৯)
=