=
জীবনে'র যতো- ছবি আঁকা আছে এই মন মন্দিরে (২)
সেখানে তোমার ছবি কোথায়, খুঁজে পাই না তো, খুঁজে পাই না তো ?
হারালে তুমি কোন দূর অজানায়,
ফিরবে কী কোনো-দিন এই সীমানায়, এই সীমানায় ?
হারালে তুমি কোন দূর অজানায়,
ফিরবে কী কোনো-দিন এই সীমানায়, এই সীমানায় ?
যেখানে প্রমউখ দিন গুনে যায় তোমার প্রতিক্ষায়, তোমার প্রতিক্ষায় ।
খুঁজে পেতে তোমায় সারা লহমায়, সারা জোছনায়, সারা মোহনায় ।
জীবনে'র যতো- ছবি আঁকা আছে এই মন মন্দিরে (২)
সেখানে তোমার ছবি কোথায়, খুঁজে পাই না তো, খুঁজে পাই না তো ?
হারালে তুমি কোন দূর অজানায়,
ফিরবে কী কোনো-দিন এই সীমানায়, এই সীমানায় ?
হারালে তুমি কোন দূর অজানায়,
ফিরবে কী কোনো-দিন এই সীমানায়, এই সীমানায় ?
যেখানে প্রমউখ দিন গুনে যায় তোমার প্রতিক্ষায়, তোমার প্রতিক্ষায় ।
খুঁজে পেতে তোমায় সারা লহমায়, সারা জোছনায়, সারা মোহনায় ।
জীবনে'র যতো- ছবি আঁকা আছে এই মন মন্দিরে (২)
সেখানে তোমার ছবি কোথায়, খুঁজে পাই না তো, খুঁজে পাই না তো ?
=
ম. প্র. (১৫-১২-২০১৯)
=