=
তোমার মনে'র
এক-পাশে-তে আছে, পরাণ ।
আরেক-পাশে আছে, কতো- জিরান !


ভালোবাসা'র বন্দনা-তে,
খরা কেনো- এমন ?


বুঝতে যদি- আমায় তুমি ?
জেনে যেতে, আমার- ভালোবাসা'র
আছে, কতো- প্রমাণ ।।
=
ম. প্র. (২৭-০২-২০১৯)
=