=
আলো মানে শুধু- আলো নয়,
আলো'র ভেতর লুকিয়ে থাকে,
অন্ধকারে'র অনুনয় । (২)
তুমি মানে শুধু- তুমি নয়,
তোমার ভেতর লুকিয়ে আছে,
আরেক-টা অভিনয় । (২)
সেই অভিনয়ে'র অভিমানে,
ক্ষয়ে গেছে- সব ।
ভালোবাসা'র করিডোরে-
আর-তো নেই, কোনো- রব ।। (২)
=
ম. প্র. (১৬-০৬-২০১৯)
=