তুমি আছো বলে আমি সোহাগিনী
দুটি পায়ে দিয়ে ঠাঁই করেছো ঋণী ।।
আমার চোখে থাক যতোই আঁধার
তোমার চোখেই দেখি পৃথিবী আমার
অন্ধ জীবনে তুমি আশার আলো
কত যে ভাগ্য তুমি বেসেছো ভালো
এমনি করেই বুকে রেখো চিরদিনই ।।
তুমি যে তুমিই তাই বেসেছি ভালো
তোমার ভুবনে আমি জ্বালাবো আলো
তোমার সোহাগ পেয়ে ধন্য আমি
যেও না কখনো ভুলে জীবন স্বামী
আমার এ সংসারে তুমি বৌরানী ।।