প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে
দুটি প্রাণের সাধনা কেন যে বিধুর লাগে ।।


যে প্রেম দিলো শুধু ছলনা
কেন তারে ভোলা যায় না
তৃষিত আঁখি তবু পথ চেয়ে তার
পরশ কেন মাগে ।।


যে মন প্রতিদান পেল না
স্বান্তনা সে তো চায়না
আহত আশা কেন মিছে বারেবার
স্মৃতি হয়ে জাগে ।।