অশ্রু দিয়ে লেখা এ গান
সেতো ভুলে গিয়েছে
একই বন্ধনে বাঁধা দু'জনে
সে বাঁধন খুলে গিয়েছে ।।
যতো সুর ছিল প্রাণে সবই তারে দিলাম
বিনিময়ে ব্যথা ভরা এ আঘাত শুধু যে পেলাম
আশা মঞ্জুরি গেল যে ঝরি
পায়ে সে দ্বলে গিয়েছে ।।
কথা দিয়ে ছিলো চিরদিন পাশে রবে
সেই হাত জড়ানো হাতে কোথায় হারালো তবে
স্মৃতি কন্টকে মনে কে রাখে
সে হেলায় ফেলে গিয়েছে ।।