ও দুটি নয়নে স্বপনে চয়নে
নিজেরে যে ভুলে যাই
তুলনা খুঁজে না পাই
আজ মন রাখা হলো দায়
হায়রে আজ মন রাখা হলো দায় ।।
আকাশে, ঝিলের জলে যেদিকেতে চাই আমি
তোমার রূপের ছোঁয়া শুধু পাই আমি
হৃদয়ে কি সুর বাজে নিজের মাঝে নেই আমি
তোমার চোখে হারিয়েছি এই আমি
উপমা তোমার তুমি ছাড়া যে
কিছুতে মেলে না হায় ।।
দখিনা ফোঁটায় যখন ফুলের বনে মঞ্জুরি
তোমার কথাই বলে যেন গুঞ্জরি
ভ্রমরা উড়ে এসে মুখে বসে ছল করে
ফুলের পরাগ রেণু ভেবে ভুল করে
হৃদয় তোমার কারে ভেবে গো
সে কথা বলো না হায় ।।