না সরে যেও না এসো কাছে এসো
অভিমানে ওগো বলো না
মন কীযে চায় ভালোবাসায়
বুঝেও কেন বুঝো না ।।
কুসুম ফোঁটার লগ্ন এলে
রসিক ভ্রমর কি যায় গো চলে
হৃদয়ে আমার জড়িয়ে থাকো
নেই আর তো কোনো কামনা ।।
মনের মানুষ থাকলে কাছে
তার চেয়ে সুখ আর কি আছে
স্বপ্নে ভুবন ভরিয়ে দিও
শুধু এই তো আমার বাসনা ।।