মনে হলো তুমি বলবে আমায় ডেকে
কাছে এসো তোমার সকল ভাবনা রেখে ।।
কাজের মাঝে শূন্যতা যে
ঢাকে না আর কানে
তুমি ছাড়া কে বলো আর জানে
ক্লান্ত আমার নয়নে দাও
আঁধার চিহ্ন এঁকে ।।
যে সুর বাজে রিক্ত সাঁঝে
অচিন আয়োজনে
তোমার কথাই বলে সে গুঞ্জনে
আমার মনে আছো তুমি
চিরকালের থেকে ।।