মন যা বলে মুখে তা বলতে পারি না
লজ্জা এসে জড়ায় পায়ে চলতে পারি না
ও আকাশ, ও বাতাস, ওগো সাগর তুমি বলো না ।।


ছিলাম একা ঘরে তুমি এলে পরে
পরশ লেগে আমার মনে অলি গুনগুন করে
কি জানি কি যে হলো সবই তো বদলে গেলো
চাতক আমি পাগল তুমি সেকি ওগো জানো না ।।


বাঁধবো বাহু ডোরে তোমায় আপন করে
তবু কেন অকারণে বুক যে ধুক ধুক করে
জ্বেলেছো প্রাণে আগুন, নেভে না জ্বলছে দ্বিগুণ
জ্বলে মরি কিযে করি সেতো আমি বুঝি না ।।