কাছে থেকেও দূরে ছিলে কেমন করে
সে কথা বলো না আমায়
পেয়েছি পেয়েছি আমি যে তোমায় ।।


এই মন মাঝে এ কোন বিনা বাজে
সাত রঙে রেঙে ওঠে যেদিকে তাকাই
অঙ্গে মেখেছি আজ নতুন কোনো সাজ
বাঁচতে আবার প্রাণ চায় ।।


বুক ভরা আশা আরও ভালোবাসা
আরও কতো তৃষা নিয়ে কেটেছে সময়
লগ্ন এসেছ তাই তোমায় জানাতে চাই
ছায়া হয়ে রবো পায়ে পায় ।।