হেসে খেলে জীবনটা যদি চলে যায়
ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার
সেই তো ভালো মন যাহা চায় ।।


এই যে দুনিয়া চিরিয়াখানা
কে রাখে কার খোঁজ
আজগুবি সব কান্ড কতো
এখানে ঘটে রোজ রোজ ।
যাচ্ছে মানুষ চাঁদে
আর পরছে কেউ বা ফাঁদে
কেন আমি মিছে ভেবে
করি শুধু হায় হায় ।।


মন্দ ভালো সাদা কালো
হয়েছে একাকার
কার পোশাকে কে যে ঘোরে
চেনা হলো ভার।
চোখে লাগে ধাঁধা
সব ঘুর্ণি চাকায় বাঁধা
দেখেশুনে বুঝে নেয়া
সে যে বড় দায় ।।