ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়
তোমার আমার দুটি হৃদয় নীরবে জড়াতে চায় ।।
এসেছো আমার প্রাণে গানের মালা হাতে
চেয়েছি তোমায় শুধু আমার কাছে পেতে
ফুলের সুরভী হয়ে ভালোবেসে যেতে
ফুলের কানে ভ্রমর এসে ...... ।।
বকুল ঝরানো পথে জীবনে তুমি এলে
তোমার পরশে যেন ভুবন ভরে দিলে
মুগ্ধ আবেশে দেখি দুটি হিয়া দোলে
ফুলের কানে ভ্রমর এসে...... ।।