এই পথ যতোই দূরে যাক না
আর ভুলের আড়াল থাকে থাক না
তবু আমার এ সুর সে তো জানি
তোমার সুরেই জড়িয়ে আছে ।।


নীড়ের পাখি নীড়ে আসবে ফিরে
তোমারও ঢেউ এসে দোলা দেবে
আমার তীরে
আমার ভুবন তোমার প্রাণের স্মরণ যাচে ।।


আশার আলো মেঘে রবে না ঢাকা  
জীবনের রং ছবি এঁকে যাবে আবীর মাখা
আমার এ মন তোমায় ঘিরে স্বপন রচে ।।