এই জীবনের কতো হার কান্না
কে কার খবর বলো রাখে
আজ মানুষেরো দ্বারে মানবতা কেঁদে মরে
কে জ্বালাবে আলো অন্ধ নয়নে
যে রয়েছে অন্ধকারে ।।


অসহায় আঁধারে বন্দী হয়ে
কাদায় জীবন হয় জড়া
সুন্দর আলোময় পৃথিবীতে
পাবে নাকি আলো তারা
ফিরায়ে দিও না অবহেলা করে
বুকে তুলে নাও তুমি তারে ।।


বেদনা ভরা কতো চাপা কান্না
শুনেও শোনে না কেউ কানে
ব্যথা ভরা জীবনের জ্বালা কতো
ব্যথিত হৃদয় শুধু জানে
দুটি থাকে অন্ধ যে সাজে
কে তারে বোঝাতে পারে ।।