এ আকাশকে সাক্ষী রেখে
এ বাতাসকে সাক্ষী রেখে
যে প্রেমের জ্বেলেছিলো আলো
সে নিজেই প্রদ্বীপ নেভালো ।।


এই প্রেম ক্ষণিকের খেলা
প্রতিদানে মেলে অবহেলা
এক রাশ বেদনা নিয়ে
এ জীবন যাবে কেঁদে একা ।।


ভালোবাসা ঝিনুকের মালা
দিলো কণ্ঠে আমার এতো জ্বালা
ছেড়া পাল ভাঙা তরী বেয়ে
কে সাগর পাড়ি দিতে পারে ।।