ডেকে ডেকে লজ্জা দিও না
আমি যাবো না, যাবো না, যাবো না
স্মরণের হাতে গাঁথা মালা
আনমনে আর কণ্ঠে তুলে নেবো না ।।
এই দিনগুলো স্মৃতি হারা গুঞ্জরনে
যাক চলে অকারণে
নেই দ্বিধা কিছু তো মনে
নয়নে কোনো রং দেবো না ।।
তুমি যা বলো চঞ্চল সম্ভাষণে
সুর ভোলা সঞ্চরনে
তার বাঁশি বাজে না প্রাণে
তাই আর উন্মন হবো না ।।