দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেন্দি
বিয়ের সাজে কন্যারে সাজাও জলদি
যেন রূপ দেখে যায় মজে শাশুড়ি ননদি ।।


জীবন সোহাগে ভরে উঠুক তোমার
এমন ভাগ্য বলো হয় ক'জনার
তার সুখে সুখী থেকো দুখে দরদি ।।


স্বামীর পায়েতে বেহেশত আছে
সেবায় যতনে তারে রেখো কাছে
চিরদিন সুখে থেকো ভাগ্যবতী ।।